বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান
কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। চর শোলাকিয়া বিএনপি পরিবারের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
কিশোরগঞ্জ থেকে জামাল উদ্দিনের রিপোর্ট :
সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জি. এস. খসরুজ্জামান শরিফ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, অর্থবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাবেক ছাত্রদল সভাপতি মারুফ আল মোস্তফা, পৌর বিএনপির সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. মাজহারুল ইসলাম বলেন,
নির্বাচনি আচরণবিধি থাকায় এখানে কোনো নির্বাচনি বক্তব্য দিতে পারছি না। শুধু এইটুকু বলবো—মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা তাঁদের সবাইকে জান্নাত নসিব করেন। পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্যও দোয়া করবেন।
সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন,
বেগম খালেদা জিয়া আমার মা, আমার নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাঁর রুহের মাগফিরাত কামনায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ দোয়া করেন। তিনি চাইলে বিদেশে গিয়ে আরাম-আয়েশে জীবন যাপন করতে পারতেন, কিন্তু দেশ ও দেশের মানুষকে ভালোবেসে তিনি তা করেননি। বিনাদোষে অসুস্থ অবস্থায়ও তিনি দীর্ঘদিন কারাবন্দি জীবন কাটিয়েছেন। এক কথায়, তিনি ছিলেন একজন ভালো মানুষ। তাই আজ দেশের মানুষ দল-মত নির্বিশেষে তাঁর জন্য দোয়া করছেন।
তিনি আরও বলেন,
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply