মুন্সিগঞ্জ সদর, ১০ জানুয়ারি ২০২৬ (নিজস্ব প্রতিনিধি):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট তাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে দর্পনা কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম ইরাদত মানু, জেলা ও শহর বিএনপির আহ্বায়ক এবং সাবেক মেয়র মুন্সিগঞ্জ পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ আলী লিটন, এনামুল হক, মোশাররফ হোসেন, শিপলু শিকদার, আব্দুর রহমান হিরন, সোহেল আরমান টগর, রায়হান কবির, মোঃ শফিক আহমেদ, সাংবাদিক মীর মোহাম্মদ বাছির উদ্দিন জুয়েল ও আরও অনেকে।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল সভাপতিত্ব করেন এবং অ্যাডভোকেট লাকি আক্তার সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুফতি মাওলানা সোহাইল আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সকলেই বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মোঃ সাইফুল ইসলাম মোল্লা এবং অন্যান্য আয়োজকদের তত্ত্বাবধানে।
Leave a Reply