প্রতিনিধিঃ মাখন মিয়া
“রাজনীতি হলো মনের প্রশান্তির জায়গা। এখানে যে দলের প্রতি যত বেশি আনুগত্য প্রকাশ করবে, সে তত বেশি মানসিক শান্তি পাবে এবং তত বড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এটি মহান আল্লাহর এক বিশেষ দান। তাই ব্যক্তিগত হিংসা-বিভেদ ভুলে আসুন আমরা সকলে মিলে বিএনপিকে শক্তিশালী করি এবং দেশ গঠনে আত্মনিয়োগ করি। দিনশেষে আমাদের একটাই পরিচয়-সবার আগে দেশ।”
গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর হাসপাতাল মোড়ে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে এই আলোচনা সভা ও ‘মুড়ি আড্ডা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply