প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আদালতের রায় অনুযায়ী নিজ মালিকানাধীন জমিতে বিল্ডিং নির্মাণ করতে গিয়ে চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের শিকার হওয়ার ভুক্তভোগী অভিযোগ কারী মোঃ রফিকুল ইসলাম প্রতিকার চেয়ে আজ শনিবার ১০ জানুয়ারি দুপুরে সংবাদ সম্মেলন করেন।
এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৭০)। পরবর্তী গত ৬/১/২৫ ইং তারিখে হোসেনপুর থানায় মামলা নং ৪ এ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৪২৭/৫০৬(২)/৩৪
পেনাল কোড রুজু করা হয়। থানায় মামলার আসামী রা কবির,শরিফ, দুলাল,হাওয়া আক্তার গংরা।
অভিযোগে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী একাধিক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলমান থাকলেও বিজ্ঞ আদালতের রায় তার পক্ষে আসে। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি বর্তমানে উক্ত জমিতে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেন।
গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দা, কুড়াল ও লাঠিসোটা হাতে নিয়ে নির্মাণাধীন স্থানে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অভিযোগকারীর ছেলে রকিবুল হাসান সাব্বিরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে সাব্বিরসহ অভিযোগকারী গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মারধরের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং নির্মাণসামগ্রী ভাঙচুর করে। পরে বিকেলে পুনরায় অভিযুক্তরা পার্শ্ববর্তী একটি দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়। ভবিষ্যতে নির্মাণকাজ চালিয়ে গেলে আরও বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে হোসেনপুর থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মামলা রেকর্ড করা হয়েছে । হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply